Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খালেদা জিয়া মনে করেন বিএসএমএমইউ’তে চিকিৎসা ভালো হয় না’


১ এপ্রিল ২০১৯ ১৪:১৫ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৮

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ও শঙ্কিত।

বিএসএমএমইউ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল তার শঙ্কার কথা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিশেষায়িত কোনো হাসপাতালে খালেদাকে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছি। কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। খালেদা জিয়া মনে করেন বিএসএমএমইউ হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে না, হয় না।’

ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু সেই মেডিকেল বোর্ডের কোনো সদস্যের সঙ্গে জেল কর্তৃপক্ষ যোগাযাগ করে তাদের খালেদা জিয়ার কাছে নিয়ে যায়নি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলি। এরপর চার মাসের মাথায় মেডিকেল বোর্ড নিয়ে যাই। আমাদের দাবি, ভালো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিশেষায়িত কোনো হাসপাতালে অবশ্যই ভর্তি করা হোক।’

‘বিএসএমএমইউ’তে খালেদা জিয়াকে নেওয়া হয়েছে। আমরা আশা করব, এখানে তার সর্বোচ্চ চিকিৎসাটুকু যেন দেওয়া হয়। তার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। খালেদা জিয়ার যেন মনে না হয়, তিনি বন্দি অবস্থায় চিকিৎসা নিচ্ছেন’ বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে তার ইচ্ছার বিরুদ্ধে বিএসএমএমইউতে নেওয়া হয়েছে কি না সাংবাদিকরা জানতে চাইলে ফখরুল বলেন, ‘না। এটা বলতে পারি না। তবে ওনার অবস্থা এত খারাপ হয়েছে তার জরুরি চিকিৎসা দরকার। তা না হলে অন্য কিছু ঘটে যেতে পারত।’

সারাবাংলা/এজেডকে/একে

বিজ্ঞাপন

আরও পড়ুন

লাগেজ পৌছেছে কেবিনে, হাসপাতালের পথে খালেদা
খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিএমএইচে আগ্রহ খালেদা জিয়ার, এ মাসেই বদল হচ্ছে কারাগার
খালেদাকে নেওয়া হতে পারে হাসপাতালে, নিরাপত্তা জোরদার

খালেদা বিএনপি চেয়ারপারসন বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর