বিএসএমএমইউ হাসপাতালে খালেদা জিয়া
১ এপ্রিল ২০১৯ ১২:৫৩ | আপডেট: ২২ মে ২০১৯ ১৪:৪৮
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার জন্য সকাল থেকেই ব্যস্ততা ছিল কারা কর্তৃপক্ষের। কারাগার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। খালেদা জিয়ার ব্যাগ ও কাপড় আগেই কারাগার থেকে পাঠানো হয় হাসপাতালের কেবিনে।
বিএনপি চেয়ারপারসনের জন্য হাসপাতালের ৬২১-২২ নম্বর কেবিন বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসকরা দেখার পর ভর্তির প্রয়োজনীয়তা দেখা দিলে খালেদা জিয়াকে এই কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
নাইকো দুর্নীতি মামলায় কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে সোমবার খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। তবে তাকে হাজির করা হয়নি। শুনানি শেষে আগামী ১০ এপ্রিল পরবর্তী দিন ধার্য করে আদালতের কার্যক্রম শেষ করেন বিচারক।
খালেদা জিয়াকে বিএসএমএমইউতে নেওয়া উপলক্ষে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে কারাগারের আশেপাশেও। প্রস্তুত রয়েছে গাড়িও। এর আগে গত ১০ মার্চ খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি করার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেখানে যেতে রাজি হননি বিএনপি চেয়ারপারসন।
প্রসঙ্গত, দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারাবন্দি খালেদা জিয়া গুরুতর অসুস্থ বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সরকারি হাসপাতাল ছাড়া ইউনাইটেড কিংবা বিশেষায়িত কোনো হাসপাতালে চিকিৎসার দাবি তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জেল কোড অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলবে।
সারাবাংলা/এআই/একে
আরও পড়ুন
লাগেজ পৌছেছে কেবিনে, হাসপাতালের পথে খালেদা
খালেদা জিয়াকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিএমএইচে আগ্রহ খালেদা জিয়ার, এ মাসেই বদল হচ্ছে কারাগার
খালেদাকে নেওয়া হতে পারে হাসপাতালে, নিরাপত্তা জোরদার