Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসি মাহবুব তালুকদারের ভূমিকা নিয়ে তথ্যমন্ত্রীর প্রশ্ন


২৫ মার্চ ২০১৯ ১৫:০৪

ঢাকা: একজন নির্বাচন কমিশনার (ইসি) কমিশনের বাইরে গিয়ে মতামত দিতে পারেন কি না এমন প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচন কমিশনার মাহবুব সাহেব নির্বাচন কমিশনের বাইরে গিয়ে একজন নির্বাচন কমিশনার হিসেবে তার ব্যক্তিগত মত দিতে পারেন কি না এটিই আমার প্রশ্ন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘এবারের উপজেলা নির্বাচন আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। ভোটার উপস্থিতি একটু কম ছিল, তবে বিএনপি নির্বাচনে অংশ নিলে ভোটার উপস্থিতি কিছুটা বেশি হতো। তবে তারপরও ভোটার উপস্থিতি একেবারে কম নয়।’

বিজ্ঞাপন

হাছান মাহমুদ বলেন, ‘এবার উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৪০ শতাংশের বেশি। আমি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। ইসি এটা বলেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি অংশ নিলে নিশ্চয় আরও বেশি ভোটার উপস্থিতি হতো। তবে বিএনপি যেভাবে নির্বাচন থেকে পালিয়ে বেড়াচ্ছে তাতে রাজনীতি থেকে তাদের একেবারেই পালাতে হয় কি না তা নিয়ে আমার শঙ্কা হচ্ছে।’

‘সরকার বিএনপি এবং ঐক্যফ্রন্টকে ভাঙতে চেষ্টা করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐক্যফ্রন্ট হলো তেল এবং পানির মিশ্রণের মতো। এটিকে ভাঙার কোনো প্রয়োজন বা উদ্যোগ কোনোটারই প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বিএনপি টিকে থাকুক এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকুক। কিন্তু তারা টিকে থাকার মতো কাজ করছে না।’

সারাবাংলা/এইচএ/একে

ইসি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর