কারো মিষ্টি কথায় ভুলবো না: অরণি সেমন্তি খান (ভিডিও)
১২ মার্চ ২০১৯ ১৭:২০ | আপডেট: ১২ মার্চ ২০১৯ ২২:৫৮
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র পরাজিত সহসভাপতি (ভিপি) প্রার্থী অরণি সেমন্তি খান তার পুনঃনির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে বলেছেন, কারও মিষ্টি কথায় তিনি ভুলতে চান না।
মঙ্গলবার (১২ মার্চ) ঢাবি ক্যাম্পাসে সাংরাবাংলার সাথে সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
সেমন্তি আরও বলেন, ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালিয়েছে। তাদের আমরা বিশ্বাস করি না। তাদের সাথে কুশল বিনিময় করতে চাই না।
এর আগে সেমন্তির সঙ্গে দেখা করতে যান ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু নির্বাচনে পরাজিত আরেক ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। তবে সেমন্তি তাকে তাকে ফিরিয়ে দেন।
এ প্রসঙ্গে সেমন্তি বলেন, ছাত্রলীগ সভাপাতি শোভন আমার কাছে এসেছিলেন। কিন্তু আমি তার সাথে কুশল বিনিময় করতে পারি না। কারণ ভোটের দিন তার নির্দেশেই রোকেয়া হলের ভেতরে আমাদের ওপর হামলা হয়।
‘শোভন আমাকে দেখিয়ে বলেছেন, ওরে মার… ওরে ধর। তার সঙ্গে আমি কথা বলতে পারি না। মিষ্টি কথায় আমি বিশ্বাস করি না,’— বলেন সেমন্তি।
সারাবাংলা/টিএস/ইউজে/এমএম