Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি-জামায়াত রেলকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল: রেলমন্ত্রী


৬ মার্চ ২০১৯ ১৭:৪৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

মুন্সীগঞ্জ: বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলের ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘এর মধ্যমে বিএনপি-জামায়াত রেলব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছিল। মানুষকে বেকার করে দিয়েছিল তারা।’ বুধবার (৬ মার্চ) মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর রেল-সংযোগ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন চেক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: ৬৯ মিনিটে ঢাকা-চট্টগ্রাম ট্রেনযাত্রার স্বপ্ন দেখালেন রেলমন্ত্রী

রেলমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি জেলায় রেলসংযোগের উদ্যোগ নিয়েছে। পদ্মাসেতু বাস্তবায়ন করা হলে দেশের জিডিপিতে ২ শতাংশ ও রেলপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ১ শতাংশ যুক্ত হবে।’

মানুষকে বিভ্রান্তি ছাড়া বিএনপি-জামায়াত কিছুই করেনি বলে অভিযোগ করে রেলমন্ত্রী বলেন,  ‘আওয়ামী লীগ সরকার দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুর কাজ করছে। প্রতিটি জেলায় রেল সংযোগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আগামী ২০ কিংবা ৪০ সাল নয়, ডেলটা পরিকল্পনার মাধ্যমে ১শ’ বছর পরের বাংলাদেশকে আমরা কোন পর্যায় দেখতে চাই তার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া-১ আসনের সাংসদ এ কে এম সারওয়ার জাহান বাদশা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম।

আরও পড়ুন: ২০২১ সালের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

অনুষ্ঠানে জানানো হয়, সিএসসির তত্ত্বাবধানে র্ডপ পিবিআরএলপি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। ঢাকা হতে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপের প্রকল্পে ৮২.৩৫ কিলোমিটার রেলপথে ক্ষতিগ্রস্ত ৩৫৪৮ পরিবার রয়েছে। প্রকল্পটিতে ৩৫৮.৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে। প্রকল্পে ক্ষতিগ্রস্তরা ১৯৮২ সালে ভূমি অধিগ্রহণ আইনের আওতায় ইতপূর্বে জেলা প্রশাসক থেকে ক্ষতিপূরণ পেয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী বেসরকারি সংস্থা র্ডপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে। রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ১০ ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে পুনর্বাসন সুবিধার চেক প্রদান করেন।

সারাবাংলা/এমএইচ

পদ্মাসেতু রেল যোগাযোগ রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর