Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের কাছে জবাব চান ড. কামাল


২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২০:৫০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ‘পুরান ঢাকাকে নিরাপদ রাখার জন্য হাইকোর্টের আর্দেশ কেনো মানা হয়নি’- তার জবাব সরকারের কাছে চেয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত ‘চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে’ এক নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন।

পুরান ঢাকাকে নিরাপদ রাখার জন্য ৯ বছর আগের হাইকোর্টের আর্দেশ কেনো বাস্তবায়ন করা হলো না- সরকারে কাছে এ প্রশ্ন রেখে কামাল হোসেন বলেন, বিচার চাই, জবাব চাই। আমরা জানতে চাই। কারণ গত ৯ বছরে পারে নাই। এবার আমরা কিভাবে বিশ্বাস করবো, তারা পারবে?

চকবাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, কেনো এই ঘটনা ঘটলো। মানুষ এর উত্তর চায়। চায় কি চান না? নিমতলিতে গত ৯ বছর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন। তারা ভাব নিয়ে দায়িত্ব পরিচালনা করছেন। আজকে আমি আক্রমণ না করে বলি, আমরা তথ্য চাই, জনগণ তথ্য চায়। যে আদেশগুলো দেওয়া হয়েছিল, সে ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এগুলো জানার আগ্রহ আমার আছে। আপনাদের আছে কি? আর কেনো জানাবেন না? এদেশ তো কারো পৈতৃক সম্পত্তি না। দেশের মালিক জনগণ।

ড. কামাল বলেন, আমি তো জানতে চাই, ৯ বছরে কেনো হলো না? এটা না জানানো মহা অন্যায় কি না? ২০০৯-১০ কারা ক্ষমতায় ছিল? অন্যরা থাকলে তো সুযোগ পেয়ে যেত। এই ৯ বছরে কি করেছেন? আমরা সেবক হিসেবে থাকতে চাচ্ছি না। মালিক হিসেবে আমরা ওদের কাছে জবাবদিহিতা দাবি করছি। সুতরাং আপনারা (সরকার) সেবক হিসেবে একটু বিনয়ী হন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, একটা সুখবর আছে। আজকেও আদালত আর্দেশ দিয়েছেন যে, দ্রুত জানাও। এসব কথা ৯ বছর আগেও বলা হয়েছিল, কেনো করা হয়নি। আদালতে আদেশ পেয়ে তারা (সরকার) সেই আদেশকে মানে না। কেনো মানে না?

বিজ্ঞাপন

কামাল হোসেন বলেন, বর্তমান সরকার নির্বাচিত নয়। তাদের যে তথাকথিত সংসদ। তারা যাতে বিতর্ক না করে আমরা নির্বাচিত সরকার। যদি করতে চান তাহলে আমাদেরকে ডাকেন, আমরা আপনাদেরকে বুঝানোর চেষ্টা করবো- আপনারা কিভাবে নির্বাচিত হয়েছেন। এখন যারা ওখানে বসে আছেন, প্রধানমন্ত্রী, অমুক মন্ত্রী, অমুক মন্ত্রী ও সিকি মন্ত্রী, কত কত মন্ত্রী।

সভায় সরকারকে উদ্দেশ্য করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, আপনারা নির্বাচিত সরকার নন। সুতরাং ক্ষমতা ছেড়ে চলে যান। আগুন কিন্তু আপনাদের গায়েও লাগবে? কারণ গত ২৯ তারিখে আপনারা ১৬ কোটি মানুষের গায়ে আগুন লাগিয়েছেন। সবার মনে ক্ষোভ জন্মাচ্ছে।

সরকারকে উদ্দেশ্য করে রব আরও বলেন, আপনারা তামাশা করছেন। তাই বাংলাদেশে থাকার অধিকার নেই, ভাগেন, সরে যান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, রোম যখন পুড়ছিল তখন রোমের রাজা আনন্দ করছিল। আর আমাদের দেশে নির্বাচনের পরে তারা আনন্দ ও উৎসব করেছে। এরপরই চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! আর এখন বলছে, এখান থেকে কেমিক্যাল সরিয়ে নিতে হবে, প্লাস্টিকসহ সব কিছু সরিয়ে নিতে হবে। কিন্তু কিভাবে সরাবেন? আমি যদি বলি, কালকেই সরিয়ে নেন, সেটা কিন্তু পারবেন না। সুতরাং বাস্তব সম্মত সমাধান হবে না।

চট্টগ্রামে উড়োজাহাজ ছিনতাইয়ের প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, চট্রগ্রাম বিমান হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা কি কোন হাইজ্যাকের জায়গা। তার কাছে বলে পিস্তল ছিল, সেটা আবার খেলনা পিস্তল। তাহলে সরকার কি, এজেন্ডাগুলো কি এবং কমান্ডারগুলো কি? সাধারণ একজন মানুষকে হত্যা করতে হলো? এই ঘটনা চাপিয়ে রাখতে পারবেন (সরকার) না।

বিজ্ঞাপন

চকবাজারের অগ্নিকাণ্ডের বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা কি হঠাৎ করেই ঘটেছে? না কি বিদেশি চক্রান্ত আছে? আমাদের অগ্রগতি ও অর্থনৈতিক বিষয়কে রোধ করার বিষয় আছে, সেটা পরিষ্কার হওয়া দরকার।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ বলেন, গুণীজনদেরকে সম্মান করতে শিখুন। ড. কামাল হোসেনকে সম্মান করলে আপনার পিতাকেই সম্মান করা হবে। এসময় জাফরুল্লাহ জাতীয় সংলাপ করে বর্তমান সমস্যার সমাধান করতেও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।

ড. কামালের সভাপতিত্বে সভায় গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা আমসা আমিমসহ অন্যরা বক্তব্য রাখেন।

সারাবাংলা/এজেড/এমএইচ

ঐক্যফ্রন্ট জাতীয় প্রেস ক্লাব ড. কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর