Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে ডাকসুর ভোটকেন্দ্র: ছাত্রলীগ ছাড়া সবাই নাখোশ


২৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ২১:৪৮

।। কবির কানন,  ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হলগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্তে  ছাত্র সংগঠনগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এই সিদ্ধান্তে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ খুশি হলেও বাকি সংগঠনগুলো চরম অসন্তুষ্টির কথা জানিয়েছে। সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে এমন মনোভাবের কথা জানা গেছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহারের বিষয়ে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘ডাকসুর গঠনতন্ত্রে ভোটকেন্দ্র  হলেই থাকার কথা ছিল।   হলে সর্বোচ্চ পরিমাণে শিক্ষার্থী থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ কাজই হলকে কেন্দ্র করে আবর্তিত হয়।  এজন্য আমরা  চাই, ভোটকেন্দ্রের  বুথগুলো হলেই থাকুক।’ হলে বুথ হলে নির্বিঘ্নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও  তিনি দাবি করেন।

তবে, ছাত্রলীগ নেতার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার। তিনি বলেন, ‘সব ছাত্র সংগঠন হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবি জানিয়েছে।  এর পেছনে যৌক্তিক কারণ আছে।  এরপরও প্রশাসন কেন হলে ভোটকেন্দ্র রাখবে, সেটা আমাদের বোধগম্য নয়। ’ প্রশাসন কীভাবে এমন সিদ্ধান্তে এলো,  এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর: ঢাবি সিন্ডিকেট

ছাত্রদল নেতার সঙ্গে সহমত প্রকাশ করেছেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘ভোটকেন্দ্র হলের বাইরে করার দাবি করেছিলাম আমরা।  একইসঙ্গে সব ছাত্র সংগঠনের নেতাকর্মীর সহাবস্থানও দাবি করেছিলাম।  কিন্তু ভোটকেন্দ্র হলে রাখা হয়েছে।  আমরা সিন্ডিকেটের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে যাব।’

হলে ভোটকেন্দ্র করার সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিয়েছেন ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সালমান সিদ্দিকীও। তিনি বলেন, ‘এত ছাত্র সংগঠনের বলার পরও ডাকসুর ভোটকেন্দ্র হলে থাকছে। এক্ষেত্রে প্রশাসনের প্রথম পদক্ষেপেই প্রমাণিত হচ্ছে, তারা সুষ্ঠু ভোট করার জন্য আন্তরিক নয়। তারপর আমরা সামনে আরও কিছু দেখব।  যদি দেখি,  গণতান্ত্রিক পরিবেশ তৈরি হচ্ছে না কিংবা এই নির্বাচনে ছা্ত্রদের অধিকার সংরক্ষিত হচ্ছে না, তখন নির্বাচনে যাওয়ার বিষয় নিয়ে ভাববো।’

বিজ্ঞাপন

ভোটকেন্দ্র হিসেবে হলগুলোকে ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র ফেডারেশনও।   এই বিষয়ে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন,  ‘ডাকসু নির্বাচনে হলগুলোকে ভোটকেন্দ্র না করার দাবি জানিয়ে আসছি আমরা সবাই। কিন্তু কর্তৃপক্ষ আমাদের কথায় কর্ণপাত করেনি।  তাই আমরা  হলের বাইরে ভোটকেন্দ্র করার দাবিতে আন্দোলনে যাবো।’

উল্লেখ্য,  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ মার্চ।

সারাবাংলা/কেকে/এমএনএইচ/

ডাকসু নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর