Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরগুনা-১ এ প্রার্থী পরিবর্তনে চায় স্থানীয় আ.লীগ


৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০১৮ ১৭:২৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বাদ দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সংসদ ভবনের বাসভবনে গিয়ে এই আহ্বান জানান নেতারা। জেলা আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের প্রায় ৭০ জন নেতা এই আহ্বান জানান। দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান মহারাজ, কেন্দ্রীয় সাবেক সহ-সম্পাদক এস এম মশিউর রহমান শিহাব, জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিএম দেলোয়ার হোসেন, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল কবির জমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম আব্দুর রশিদ, জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপন, বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান নান্টুসহ আরও অনেকে।

দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্যকে মনোনয়ন না দিতে একাট্টা হয় জেলা আওয়ামী লীগসহ স্থানীয় নেতাদের একাংশ। তারা পাঁচ দফায় দলের মনোনয়ন পাওয়া ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পরিবর্তে ওই আসনে এবার নতুন প্রার্থী প্রত্যাশা করছেন। আওয়ামী লীগও স্থানীয় নেতাদের দাবি ও কোন্দলের বিষয়টি মাথায় রেখে ওই আসনে দুইজনকে মনোনয়নের চিঠি দিয়েছে। এরা হলেন বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। মনোনয়ন প্রত্যাহারের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই আসনে কে হচ্ছেন নৌকার প্রার্থী। তাই শেষ মুহূর্তে বর্তমান এমপিকে বাদ দিয়ে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে তদবিরে ব্যস্ত রয়েছে শম্ভুবিরোধীরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজ সারাবাংলাকে বলেন, বরগুনা-১ আসনে আমাদের দুইজনকে দলের পক্ষে থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। শম্ভুর সাথে মূলত বিভিন্ন দল থেকে পল্টি খাওয়া লোকজন রয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি-জামায়াতের কিছু লোক টাকার বিনিময়ে দলে যোগদান করেছে। তারা কেউ কেউ চেয়ারম্যান হয়েছে। কিন্তু জেলা আওয়ামী লীগের ভাইটাল রোল প্লে করে এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনে কোন নেতৃত্ব শম্ভুর সাথে নেই। দল একদিকে আর বর্তমান এমপি আরেকদিকে। আমরা জাহাঙ্গীর কবিরের সাথে আছি। তাই তৃণমূল থেকে বিচ্ছিন্ন হওয়ায় এমপির পরিবর্তে নতুন মুখ চায় স্থানীয় জনগণসহ নেতাকর্মীরা। আমরা তাদের প্রতিনিধি হিসাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে দেখা করে আমাদের কথা জানিয়েছি।

বরগুনা-১ আসনের স্থানীয় নেতাদের ওবায়দুল কাদের জানান, ওই আসনে দুজনকে মনোনয়ন দেওয়ার পরে আমাদের কাছে যে সমস্ত খবর পৌঁছেছে এবং সেগুলোর বেশীরভাগই জাহাঙ্গীর কবিরের পক্ষে। এ বিষয়গুলো নেত্রীকে অবহিত করা হয়েছে এবং নেত্রীও এগুলো জানেন। দল রক্ষার জন্য নেত্রী নিশ্চয়ই ভাল সিদ্ধান্ত দেবেন। নেত্রী জাহাঙ্গীর কবিরের পক্ষেও সিদ্ধান্ত দিতে পারেন।

এবিষয়ে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরগুনা সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট শাহ মো. ওয়ালিউল্লাহ ওলি বলেন, আমরা দলের পক্ষে কিছু কথা বলার জন্য এসেছিলাম। নির্বাচন আসবে, নির্বাচন যাবে কিন্তু দল হচ্ছে বড় জিনিস। দলকে রক্ষা করার জন্য জাহাঙ্গীর কবিরের এই মুহূর্তে কোনো বিকল্প নাই এবং মানুষ পরিবর্তন চায়।

বিজ্ঞাপন

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হ্যাটট্রিক জয়ের মিশনে বিদ্রোহী প্রার্থীদের দমন করতে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। গত রোববার (২ ডিসেম্বর) থেকে একই আসনে দুই জনকে মনোনয়নের চিঠি দেওয়া প্রার্থীদের মধ্যে একজনকে রেখে আরেকজনের কাছে এরই মধ্যে হাইকমান্ড থেকে মনোনয়ন প্রত্যাহারের নির্দেশনা যাওয়া শুরু হয়েছে।

গত শনিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক হয়। বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয় এবং দলীয় নেতাদের কার কি করণীয় বুঝিয়ে দেওয়া হয়। বৈঠকে উপস্থিত একটি সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। এবার ৩০০ আসনের মধ্যে আওয়ামী লীগ থেকে ২৬৪টি আসনে আওয়ামী লীগ মনোনয়ন জমা দিয়েছে। বাকি ৩৬টি আসনে নৌকা প্রতীক নিয়ে কেউ মনোনয়নপত্র জমা দেয়নি। এই ২৬৪টি আসনের মধ্যে ২৪৭টিতে আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে এবং বাকি ১৭টি আসনে দুইজন করে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আর আওয়ামী লীগের পক্ষ থেকে মোট ২৮১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের পর ৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে।

সারাবাংলা/এনআর/জেএএম

বরগুনা-১ স্থানীয় আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর