অর্থবছরের ৪ মাস
এডিপি বাস্তবায়ন হার ৭.৯%, পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ ১ শতাংশের নিচে
২৪ নভেম্বর ২০২৪ ২০:০৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ২২:২৩
ঢাকা : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হার আগের অর্থবছরের তুলনায় কমেছে। গত জুলাই-অক্টোবর পর্যন্ত এডিপি বাস্তবায়ন হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯ শতাংশ, যা গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ছিল ১১ দশমিক ৫৪ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অগ্রগতি প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। রোববার এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত অর্থবছরের তুলনায় এডিপি বাস্তবায়ন হার কম হওয়ার কারণ জানতে চাইলে আইএমইডি’র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সারাবাংলাকে বলেন, অর্থবছরের শুরুতেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। ফলে অনেক বিষয়েই নতুন করে সিদ্ধান্ত নিতে হচ্ছে অন্তবর্তীকালীন সরকারকে। পাশাপাশি অন্যান্য কারণগুলোতে আছেই। সব মিলিয়ে এডিপি বাস্তবায়ন কম হয়েছে।
আইএমইডি’র প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের এডিপিতে মোট বরাদ্দ পরিমাণ হচ্ছে ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের ১ লাখ ৬৫ হাজার কোটি, বৈদেশিক সহায়তা ১ লাখ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১৩ হাজার ২৮৯ কোটি টাকা ব্যয় করার কথা রয়েছে। কিন্তু গত চার মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো খরচ করেছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা, যা মোট এডিপি বরাদ্দে ৭ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে গত ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ৩১ হাজার ৬৯২ কোটি টাকা, যা এডিপির১১ দশমিক ৫৪ শতাংশ। এর আগে ২০২২-২৩ অর্থবছরের চার মাসে খরচ হয়েছিল ৩২ হাজার ৩৫৯ কোটি টাকা বা ১২ দশমিক ৬৪ শতাংশ, ২০২১-২২ অর্থবছরে খরচ হয় ৩০ হাজার ৯১৯ কোটি টাকা বা ১৩ দশমিক ০৬ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরের একই সময়ে খরচ হয়েছিল ২৭ হাজার ৪৫৩ কোটি টাকা, যা ওই বছরের এডিপি বরাদ্দের ১২ দশমিক ৭৯ শতাংশ।
এদিকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সার্বিক বাস্তবায়ন হার ৭ দশমিক ৯ শতাংশ হলেও পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন হার এখনো এক শতাংশের নিচে রয়েছে। এসব মন্ত্রণালয় ও বিভাগগুলো হচ্ছে- বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্বাস্থ্য-শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং আইন ও বিচার বিভাগ। চার মাসে এগুলোর এডিপি বাস্তবায়ন হার এক শতাংশের নিচে।
অন্যদিকে দিকে এডিপি বাস্তবায়নে সবচেয়ে এগিয়ে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এ বিভাগের এডিপি বাস্তবায়ন হার হচেছ ৩০ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ ২৪ দশমিক ৪৬ শতাংশ, আইএমইডি ২৩ দশমিক ৩১ শতাংশ এবং লেজিস লেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ১৬ দশমিক ১৮ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে।
সারাবাংলা/জেজে/আরএস