মঙ্গল কামনার সঙ্গে অসাম্প্রদায়িকতার ডাক | ছবি
১৪ এপ্রিল ২০২২ ১৭:২৩ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ২১:৫৫
পহেলা বৈশাখ। বঙ্গাব্দের প্রথম দিন। বাঙালির বর্ষবরণের উৎসবের সর্বজনীন এক উৎসবের নাম। আর এই উৎসবেরেই অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভযাত্রা। পুরনো বছরে রোগ-শোক, জরা-জীর্ণতাকে বিদায় জানিয়ে নতুন বছরে মঙ্গলের কামনার লক্ষ্যেই আয়োজন করা হয় এই শোভাযাত্রা।
করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ১৪২৭ বঙ্গাব্দের প্রথম দিনটি সব বাংলাদেশিরই কেটেছিল ঘরবন্দি হয়ে। ফলে মঙ্গল শোভযাত্রা আয়োজন করা যায়নি। গত বছর তথা ১৪২৮ বঙ্গাব্দের প্রথম দিনটিতে করোনা সংক্রমণ কিছুটা কমে এসেছিল। তারপরও স্বাস্থ্য সচেতনতার কারণে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পরিসরে আয়োজন করা যায়নি মঙ্গল শোভযাত্রা। একদমই সীমিত পরিসরে ছিল সে আয়োজন, যাতে অংশ নিতে পারেননি সাধারণ মানুষ।
এবারে করোনা সংক্রমণ স্তিমিত হয়ে আসায় স্বাভাবিক সময়েই মতোই আয়োজন হয়েছে মঙ্গল শোভাযাত্রা। মাঝে দুই বছরের বিরতি ছিল বলেই এবারের আয়োজন ঘিরে সবার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সবাই প্রত্যাশা জানিয়েছেন মহামারিমুক্ত এক সুস্থ পৃথিবীর, প্রত্যয় জানিয়েছেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মঙ্গল শোভাযাত্রার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান