Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আইজিপি’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২১ ০২:১৭

ঢাকা: জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

রোববার (১৫ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে একে একে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক নেতারা এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সারাবাংলা/ইউজে/এসএসএ

আইজিপি’র শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর