লাল-সবুজের নিশান উড়বে বিজয় আনন্দে [ছবি]
১২ ডিসেম্বর ২০২০ ০৮:১১
স্বাধীনতা। চার অক্ষরের একটি শব্দ, যার মধ্যে লুকনো রয়েছে আবেগ, ভালোবাসা, জাতিসত্তার বোধ। ৪৯ বছর আগে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বীর বাঙালি ছিনিয়ে এনেছিল এই স্বাধীনতা। একাত্তরের এমন ডিসেম্বরেই সেই যুদ্ধের সমাপ্তিতে মিলেছিল মুক্তির স্বাদ। সেইসঙ্গে ৯ মাস আগে লাল-সবুজের যে পতাকাটি জাতিসত্তার প্রতীক হয়ে উঠেছিল, ডিসেম্বরে সেই পতাকাটি যেন হয়ে ওঠে আরও বর্ণিল।
বিজয়ের সেই মাস ডিসেম্বরের শুরু থেকেই লাল-সবুজের সেই পতাকার চাহিদা একটু বেড়েই যায়। এ বছর করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে বিজয়ের এই মাসের আয়োজনে কিছুটা ভাটা পড়েছে, ভাটা পড়েছে পতাকার চাহিদাতেও। তারপরও অন্যান্য বছরের মতো না হলেও পতাকা তৈরিতে কিছুটা হলেও ব্যস্ত সময় পার করতে হচ্ছে দর্জি-কারিগরদের।
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ, চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে ছবি তুলেছেন সারাবাংলার আরেক ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী