করোনায় সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু
২৬ মে ২০২০ ১০:৩৩ | আপডেট: ২৬ মে ২০২০ ১০:৩৯
ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নিলুফার মঞ্জুর মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সানবিমস স্কুল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
অধ্যক্ষ নিলুফার মঞ্জুর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও শিল্পগোষ্ঠী এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী। সৈয়দ মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত।
স্কুল কর্তৃপক্ষ জানায়, কয়েকদিন আগে নিলুফার মঞ্জুরের করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাসের অস্ত্বিত্ব শনাক্ত হয়।
অধ্যক্ষের মৃত্যুতে স্কুলটির সাবেক শিক্ষার্থীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমসস্কুলের প্রতিষ্ঠা করেন।