আ. লীগের সাংগঠনিক সম্পাদক নাদেল করোনায় আক্রান্ত
২২ মে ২০২০ ২০:০৩ | আপডেট: ২২ মে ২০২০ ২০:০৮
ঢাকা: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) তিনি সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় সারাবাংলাকে বলেন, কয়েকদিন আগে করোনাভাইরাসের মৃদু উপসর্গ ও জ্বর হওয়ায় তিনি নিজে থেকে পরীক্ষা করিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে তার ফলাফল পাওয়া গেছে। এতে করোনাভাইরাস পজিটিভ বলে শনাক্ত হয়েছেন তিনি। তিনি বর্তমানে সিলেটে তার নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।