Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই সময়ে প্রবাসী শ্রমিকদের দেশে না ফিরতে অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর


২৯ এপ্রিল ২০২০ ২২:৩৭

ঢাকা: ‘নভেল করোনাভাইরাসের আক্রমণে সারাবিশ্ব খারাপ সময় পার করছে। আমরা সকলেই আশাবাদি আপৎকালীন সময় পার হলে আমাদের জন্য ভালো সময় আসবে। তাই প্রবাসী শ্রমিকদের প্রতি অনুরোধ, বাধ্য না হলে এখন কেউ দেশে ফিরবেন না। কেননা এতে করোনায় আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয়।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে. আব্দুল মোমেন প্রবাসী শ্রমিকদের প্রতি বুধবার (২৯ এপ্রিল) করোনা মোকাবিলায় এমন অনুরোধ করেন। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য গঠিত ‘প্রবাসবন্ধু কল সেন্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার্তা পাঠিয়ে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে. আব্দুল মোমেন বলেন, আপৎকালীন সময় পার হলে প্রবাসী শ্রমিকদের জন্য ভাল সময় আসবে। প্রবাসীদের কেউ যেন না খেয়ে থাকে, সে জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে।

ভিডিও কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সংযুক্ত হয়ে ড. মোমেন বলেন, প্র‘বাসীরা বাংলাদেশের সম্পদ। তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সকল বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকল প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করছি।’

তিনি বলেন, ‘সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদশি বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনপ্রধানদের অনুরোধ করেন।’

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুর্নব্যক্ত করেন ড. মোমেন। তিনি বলেন,  ‘নিউইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে ‘ এ সময় প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে এ সেবা নেওয়ার অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কল সেন্টারটি চালু করা হলো। এ কল সেন্টারের মাধ্যমে প্রবাসী ডাক্তাররা প্রবাসী বাংলাদেশিদের টেলিফোনে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এসময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

করোনা মোকাবিলা করোনাভাইরাস প্রবাসী শ্রমিক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর