Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশালে সাত বছরের শিশু ধর্ষণের শিকার


১৭ জানুয়ারি ২০২০ ০১:২৬

ঢাকা: রাজধানীর বংশালে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

শিশুটির মা জানান, গত বুধবার বিকালে বাসায় কেউ না থাকায় বাড়িওলার নাতি রায়হান (১৭) শিশুটিক ধর্ষণ করে। বাসা ফাঁকা পেয়ে রায়হান শিশুটিকে ধর্ষণ করে। পরে বাসায় ফিরলে শিশুটি ধর্ষণের কথা বলে।

বিজ্ঞাপন

শিশুটির মা আরও জানান, বাড়িওয়ালার কাছে গেলে সে এবং তার মেয়ে বিভিন্ন অজুহাতে পুলিশ এবং হাসপাতালে যেতে দেয়নি। বৃহস্পতিবার বিকাল থেকে মেয়ের অবস্থা খারাপ হতে থাকে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটির বাবা একটি দোকানে চাকরি করে। সেও দোকানে ছিল। ধর্ষণের সময় বাসায় কেউ ছিলনা- জানান শিশুটির মা।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, হাসপাতাল থেকে সংবাদ পেয়েছি। থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। তবুও বিষয়টি খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ঢামেক ধর্ষণের শিকার শিশু ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর