Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ২৪ কেজি সোনা উদ্বার


১৬ জানুয়ারি ২০২০ ০২:৩০

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ এর বিজনেস ক্লাসের ৪টি সিটের নিচ থেকে ২৪ কেজি (১ কেজি ওজনের ২৪টি বার) সোনারবার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বুধবার ( ১৫ জানুয়ারি) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

তিনি সারাবাংলাকে জানান, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৮৫ তল্লাশিকালে বিজনেস ক্লাসের ৪ টি সিটের হাতলের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি টি দন্ড আকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেগুলো কাস্টম কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতি খুলে ২৪টি সোনারবার পাওয়া যায়। সোনার মোট বাজার মূল্য ১৪কোটি ৪০ লাখ টাো। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সোনা উদ্ধার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর