চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বস্ত্র ও পাটমন্ত্রী
১১ জানুয়ারি ২০২০ ২০:০৯ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ২০:৪১
ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন। আগামীকাল (রোববার) সকালে তিনি সিঙ্গাপুর যাবেন। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি।
চিকিৎসক সূত্রে জানা গেছে, বীরপ্রতীক গাজী কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। প্রথমে কয়েকদিন রাজধানীর এপোলো হাসপাতালে তিনি চিকিৎসা নেন। এরপর তাকে আজগর আলী হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তিনি।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক তার রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক টপ নিউজ বস্ত্র ও পাট মন্ত্রী সিঙ্গাপুর