Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্ষণ বন্ধে নারী-পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে’


৭ জানুয়ারি ২০২০ ২০:২৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ২০:৩৪

ঢাকা: ‘এই ঘটনাটি অবশ্যই মানবাধিকার লংঘন। এর নিন্দা জানানোর ভাষা নেই। আমরা শুধু নিন্দা ও উদ্বেগ জানাবো এটিই শেষ না। এটির নিরসন হওয়া উচিত। ধর্ষণ বন্ধে তাই নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

নাছিমা বেগম বলেন, মেয়েটিকে দেখেছি। তার সাথে কথা হয়েছে। সে জানিয়েছে সে আসামিকে দেখলে চিনতে পারবে।ধর্ষক মাঝারি গঠনের ও সে কেমন দেখতে সবকিছু সে বলতে পারবে। অভিজ্ঞ চিত্রশিল্পীর মাধ্যমে আসামির ছবি আঁকার মাধ্যমে তাকে সনাক্ত করা হবে।

তিনি বলেন, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। মেয়েরা কি এমনই পন্য যে শিশু থেকে বৃদ্ধ সবাই যৌন সহিংসতার শিকার হবে।? এখানে ওসিসিতে পুলিশ, ডাক্তার ও অ্যাডভোকেট আছেন। তাদেরকে মেয়েটির যাবতীয় সব সহায়তা করার জন্য নির্দেশনা দিয়েছি। এখানে এই মেয়েটির ছাড়াও ভিকটিম রয়েছে। তাদের সবার মামলা, বিচার ও আসামিদের গ্রেফতারের বিষয়ে মনিটরিং করব।

ওসিসি ঢা‌বি ঢাবি শিক্ষার্থী ধর্ষণ নাছিমা বেগম মানবাধিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর