Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন দুর্ঘটনা কবলিতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ, শোক


১২ নভেম্বর ২০১৯ ১০:৫০ | আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১০:৫৩

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ভোররাতে দুটি চলন্ত ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী।

বিজ্ঞাপন

শোকবার্তার পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়াও মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজার ৩৪তম গভর্নিং বোর্ডের সভার শুরুতে দেওয়া বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে তার জন্য চালক ও সংশ্লিষ্টদের আরো অধিক প্রশিক্ষণ দিতে হবে।

সারাবাংলা/এমএম

 

টপ নিউজ ট্রেন দুর্ঘটনা প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর