ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেবেন যেভাবে
৯ নভেম্বর ২০১৯ ০৪:২২
ঢাকা: উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে বুলবুল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।
ঘূর্ণিঝড় মোকাবিলা ও ক্ষয়ক্ষতি এড়াতে কীভাবে প্রস্তুতি নিতে হবে তাই এখন সবার ভাবনার বিষয়। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শুক্রবার (৮ নভেম্বর) রাতে এ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে। ফেসবুক পেজে জানানো হয়ে ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড়ের সময় ও ঘূর্ণিঝড় পরবর্তী সময় কী করতে হবে।
ঘূর্ণিঝড়ের আগে,
- যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে।
- বিশ্বাসযোগ্য ও সংশ্লিষ্ট মাধ্যম ছাড়া অন্য কোনো গুজবে কান দেওয়া যাবে না।
- সবসময় জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখতে হবে।
- ঝড়ে গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। তাই মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখতে হবে। বিপদের মুহূর্তে মোবাইল প্রয়োজনীয়।
- পোষ্যদেরও বাড়ির ভিতর নিরাপদ স্থানে রাখতে হবে।
- সরকারি বার্তা অনুসরণ করতে হবে।
ঘূর্ণিঝড়ের সময়,
- ঝড় শুরু হলে প্রথমেই বাড়ির ভিতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে, তা নাহলে বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
- সম্ভব হলে ফোটানো বা ক্লোরিন দেওয়া পানি পান করা।
- ঝড়ের সময় রাস্তায় থাকলে যত দ্রুত সম্ভব কোনো সুরক্ষিত স্থানে আশ্রয় নিতে হবে। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে দাঁড়ানো যাবে না।
- পরিস্থিতি সম্পর্কে জানতে বেতার বার্তা শোনা প্রয়োজন।
ঘূর্ণিঝড়ের পর,
- ঝড়ে ক্ষতি হয়েছে এমন কোনো বাড়িতে আশ্রয় নেওয়া যাবে না।
- ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দেওয়া নিষেধ।