৯০ হাজার পেরুলো ডেঙ্গু রোগীর সংখ্যা, সুস্থ ৯৮ শতাংশ
৮ অক্টোবর ২০১৯ ০৪:০০ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ০৬:০৭
ঢাকা: নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমলেও অতীতের সব রেকর্ড ভেঙে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ৮টা থেকে সোমবার (৭ অক্টোবর) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৩৪৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ৯০ হাজার ২৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ৮৮ হাজার ৭০৯ জন। অর্থাৎ ৯৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৩২৭ জন।
সোমবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এসব তথ্য জানান।
তিনি জানান, বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৭২ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ২৪ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ১৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ১ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
এছাড়াও বিএসএমএমইউতে ১১ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৩ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৮জন রোগী ভর্তি হয়েছেন।
অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৮ জন রোগী।
পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন ও খুলনা বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, বরিশাল বিভাগে ৩১ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৩১ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১৩৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৮১ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।