Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার হত্যা: জবিতে মশাল মি‌ছিল


৮ অক্টোবর ২০১৯ ০১:২৬ | আপডেট: ৮ অক্টোবর ২০১৯ ০৩:০৩

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়নের নেতারা। ওই মিছিলে সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেয়।

সোমবার ( ৭ অক্টোবর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

মিছিলে সাধারণ শিক্ষার্থী ও নেতারা ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই’, ‘ সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ আবরারের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘ আবরারের খুনিদের ফাঁসি চাই, দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জবি শাখার সভাপতি তূর্য বলেন, আমরা এ ঘনটার নিন্দা জানাই। দেশে এমন হত্যাকাণ্ডের ঘটনা নতুন কিছু নয়। দেশে এসব হত্যাকাণ্ডের বিচার হয়না। বর্তমানের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক । দ্রুত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা হোক।

সোমবার (৭ অক্টোবর) হলের সিঁড়ির নিচে পাওয়া যায় আবরারের নিথর দেহ। সহপাঠীদের অভিযোগ, তাকে একদল ছাত্রলীগের নেতারা পিটিয়ে হত্যা করেছে। বুয়েট শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সেই দায় স্বাকীর করে দেয়া হয়।

এদিকে, আবরারকে হত্যার ঘটনায় এ পর্যন্ত বুয়েট শাখা ছাত্রলীগের ৯ নেতাকে আটক করেছে পুলিশ। হত্যার ঘটনায় জড়িত থাকায় বুয়েট শাখা ছাত্রলীগের ১১ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১৯ জনের নামে চকবাজার থানায় মামলাও হয়েছে।

আবরার হত্যা ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় টপ নিউজ পিটিয়ে হত্যা বুয়েট মশাল মিছিল মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর