আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই
২২ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩১ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫৮
ঢাকা: সাংবাদিকতার প্রশিক্ষক, ম্যাস লাইন মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও জনপ্রিয় আবৃত্তিশিল্পী কামরুল হাসান মঞ্জু আর নেই। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়ছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
কামরুল হাসান মঞ্জুর ছোট ভাই বিপ্লব জানান, রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি যশোরে নিয়ে যাওয়া হচ্ছে। রোববার (২২ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন কামরুল হাসান মঞ্জু। বিভিন্ন মঞ্চে এরশাদ বিরোধী কবিতা আবৃত্তি করে আন্দোলনে জোরালো ভূমিকা রাখেন তিনি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ তার কণ্ঠে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। তিনি গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা ম্যাস লাইন মিডিয়া সেন্টার-এমএমসির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ছিলেন। দেশে সাংবাদিকতার মানোন্নয়নে, বিশেষ করে প্রান্তজনের গণমাধ্যম ও তৃণমূল সাংবাদিকতার বিকাশে ভূমিকা রেখেছেন তিনি।