অপরাধীদের ছাড় নয়, নেত্রীর নির্দেশ: শেখ সেলিম
২১ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৪
ঢাকা: অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংগঠন হিসেবে আওয়ামী লীগ দ্বিধাবোধ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, ‘আমরা পজেটিভ রাজনীতি করি। বঙ্গবন্ধুর সংগঠন সবসময় পজেটিভ এবং জনগণের সংগঠন। জনগণের পক্ষেই আওয়ামী লীগ। হয়ত অনেক সময় দলে ব্যাড এলিমেন্ট ঢুকতে পারে। কিন্তু তার জন্য মূল সংগঠন দায়ী নয়। এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের সংগঠন কখনো দ্বিধাবোধ করে না। জিরো টলারেন্স ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, যেই হোক না কেন অপরাধ যে করবে তাকে ছাড় দেওয়া হবে না।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সভার এজেন্ডার বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, ‘অপরাধ যে করবে, সে যে দলেরই হোক বা মন্ত্রী হোক বা এমপি হোক বা অন্য যেকোন উচ্চ পর্যায়ের হোক তার বিরুদ্ধে আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। অন্যায়কে তিনি প্রশ্রয় দেবেন না। ‘
তিনি বলেন, ‘আমাদের পার্টি এমন একটা পার্টি যে পার্টি নতুন নেতৃত্ব এনে নতুন ভাবে দেশ গড়ার জন্য কাজ করে এবং সৎ নিষ্ঠাবান এবং আদর্শিক নেতাকর্মীকে নিয়ে সংগঠন করার চেষ্টা করে। হয়ত দুই একটা এদিক ওদিক হতে পারে। এটা সব কিছুর ভিতরে হয়।’
তিনি আরও বলেন, ‘সংগঠন যাতে শক্তিশালী হয় আমরা সেই চেষ্টাই করব। সেভাবেই আমরা সিদ্ধান্ত নিয়ে ৩০ নভেম্বরের মধ্যে জেলা এবং উপজেলা সম্মেলন করে নতুন কমিটি গঠন করব।’
চট্টগ্রাম বিভাগীয় জেলা, উপজেলা, থানা ও পৌরসভার সম্মেলন করার বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তের কথা তুলে শেখ সেলিম বলেন, ‘১২৮টি উপজেলা আছে, যেখানে কোনটিতে পূর্ণাঙ্গ কমিটি আছে, কোনটিতে আহ্বায়ক কমিটি আছে, আবার কোনটি এমনও আছে, যেখানে কোন কমিটি নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩০ অক্টোবরের মধ্যে ১২৮টি উপজেলায় সম্মেলন করে নতুন কমিটি করা হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে যে কয়টি জেলা আছে সেগুলোর সম্মেলন করা হবে।’
বৈঠকে চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক টিমসহ অন্যান্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা।