Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার ভ্রমণ সতর্কবার্তা পুনর্বিবেচনার অনুরোধ বাংলাদেশের


৬ সেপ্টেম্বর ২০১৯ ২১:০৬

ঢাকা: অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক আগেই ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে দেশটি। অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের জারি করা এই ভ্রমণ সতর্কবার্তা সরিয়ে নেওয়ার জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী মরসি পাইনের প্রতি অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ান সরকারের বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিভাগ থেকে সর্বশেষ গত ৬ মে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করা হয়।

ওই ভ্রমণ সতর্কবার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ান নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। কেননা বাংলাদেশে উচ্চমাত্রার সন্ত্রাসী হামলার ঝুঁকি এবং যথাযথ নিরাপত্তার অভাব রয়েছে।

এদিকে ঢাকায় অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) এর তৃতীয় মন্ত্রিপর্যায়ের সম্মেলনে অংশ নিতে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইন গত ৩ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করেন। এ সময়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে মরিস পাইনের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইনকে বাংলাদেশের প্রতি ভ্রমণ সতর্কবার্তা পুনর্বিবেচনা করার অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

বার্তায় আরও বলা হয়, মানুষে মানুষে সংযোগ বাড়াতে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভিসা অফিস ঢাকাতে খোলার জন্য পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইনকে বলেছেন ড. এ. কে. আব্দুল মোমেন। কেননা বাংলাদেশের মানুষকে ভারতের দিল্লি থেকে অস্ট্রেলিয়ার ভিসা সংগ্রহ করতে হয়। এ ছাড়া ঢাকা বিমানবন্দরের প্রতি অস্ট্রেলিয়ার এয়ার কার্গো নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের এসব অনুরোধের পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইন জানিয়েছেন, অস্ট্রেলিয়ান সরকার বিষয়গুলো বিবেচনা করবে এবং ঢাকাকে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।

পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইনের বাংলাদেশে সফরের মধ্য দিয়ে প্রায় ২১ বছর পর অস্ট্রেলিয়ান কোনো পররাষ্ট্রমন্ত্রী এবং প্রায় ১৩ বছর দেশটির মন্ত্রিসভার কোনো সদস্য বাংলাদেশ সফর করল।

অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মরিস পাইন ড. এ কে আব্দুল মোমেন প্রত্যাহার ভ্রমণ সতর্কবার্তা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর