চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন সাঈদ খোকন
২৬ আগস্ট ২০১৯ ০২:১৯ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ০২:২৯
ঢাকা: শারীরিকভাবে নিজেকে অসুস্থ মনে হওয়ায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
রোববার (২৫ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করেন মেয়র। সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।
তিনি জানান, বেশ কিছুদিন শারীরিকভাবে নিজেকে অসুস্থ মনে করছেন মেয়র। তাই চিকিৎসকের পরামর্শ নিতে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী তিনি সিঙ্গাপুর গেছেন। সোমবার চিকিৎসা শেষে পরের দিন অর্থাৎ মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে মেয়রের।
উত্তম কুমার বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলায় মেয়র নিজেও আহত হয়েছিলেন। সেসময় তিনি সুস্থ হয়ে উঠলেও মাঝে মাঝে শারীরিক সমস্যা দেখা দেয়। এজন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে সব সময় চলতে হয়।