Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফেরিঘাটে ‘ভিআইপি’ নয়, সিরিয়াল মানার নির্দেশ নৌ প্রতিমন্ত্রীর


৫ আগস্ট ২০১৯ ১৭:২৭

ঢাকা: ফেরিঘাটে ভিআইপি নামে কোনো গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে দেওয়া সম্পূর্ণ বেআইনি। এবারের ঈদ যাত্রায় এটি মোকাবিলায় কঠোর নির্দেশনা দিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (৫ আগস্ট) দুপুরে ঢাকার সদরঘাট টার্মিনাল ভবনে ঈদ ব্যবস্থাপনা বৈঠকে নৌ প্রতিমন্ত্রী এমন নির্দেশনা দেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, নৌ-পরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গার্মেন্টেগুলোর ছুটি একসঙ্গে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়ার জন্য বিজিএমইএ’র কাছে আহ্বান জানান। তিনি বলেন, ‘গার্মেন্টেসের ছুটি পর্যায়ক্রমে হলে সড়ক, রেল ও নৌপথের ওপর চাপ কমবে এবং যাত্রী পারাপার সহজ হবে।’

ইদানিং ফেরি পারাপারে ভিআইপি নামে কোনো কোনো পরিবহন বা ব্যক্তিগত গাড়িকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ ওঠার পর প্রতিমন্ত্রী ফেরি পারাপারে সিরিয়াল মেনে চলতে বিআইডব্লিউটিসিকে নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘নৌযান মালিক-শ্রমিক, নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌপরিবহন অধিদফতর সকলের সর্বাত্মক সহযোগিতায় ঈদ-উল-ফিতরে যাত্রী পারাপার সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে করতে পেরেছি। ঈদুল আজহায়ও সবার সহযোগিতায় নৌপথে যাত্রী পারাপার সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারব।’

বিজ্ঞাপন

এর আগে, প্রতিমন্ত্রী ঢাকার সদরঘাট টার্মিনাল এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি এবং পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন।

খালিদ মাহমুদ চৌধুরী টপ নিউজ নৌ-প্রতিমন্ত্রী ফেরিঘাট ভিআইপি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর