গুজব রটানোয় ১০০ জন গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৮ জুলাই ২০১৯ ১৫:৩৩ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ১৫:৩৫
ঢাকা: বিভিন্ন ইস্যুতে গুজব রটনার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০০ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা পদ্মাসেতু চায় না, তারাই পদ্মা সেতুতে মানুষের মাথা দরকার বলে গুজব ছড়িয়ে বিভ্রান্ত করছে। যারা বিদেশ থেকে দেশের বিরুদ্ধে গুজব তুলেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। গুজব তুলে পদ্মাসেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না।’
দেশে জঙ্গিদের কর্মকাণ্ড প্রসঙ্গে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গিদের মূল পুরোপুরি উৎপাটন করা সম্ভব হয়নি। লুকিয়ে থাকা জঙ্গিরাই বিচ্ছিন্নভাবে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এখানে বিদেশে কোনো জঙ্গির সংশ্লিষ্টতা নেই।’
মন্ত্রী আরও বলেন, ‘জঙ্গি দমন কার্যক্রম অব্যাহত রয়েছে। ধীরে ধীরে জঙ্গিবাদ শূন্যের ঘরে নেমে আসবে। সাম্প্রদায়িকতার বিষবাষ্প বাংলাদেশে থাকতে দেওয়া হবে না।’
‘পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতে না পারে সে জন্য সতর্কতাবস্থা নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সারাবাংলা/একে
গুজব ছড়িয়ে রেনু হত্যা: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
বিএনপির কেন্দ্রীয় অফিসই গুজবের বিরাট ফ্যাক্টরি: কাদের
গুজবের সুযোগ নিতে চাইছে জঙ্গিরা
গুজব, বন্যা, ও ডেঙ্গু পরিস্থিতি: তথ্য অধিদফতরের মিডিয়া সেল চালু
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ‘কল্লা কাটা’র গুজব, আটক ১
‘ডেঙ্গু ও ছেলেধরা নিয়ে গুজব রটনাকারীদের ছাড় দেওয়া হবে না’
গুজব: শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়
রেনু ছেলেধরা এমন গুজব ছড়ানো নারী আটক