সংস্কৃতি সচিব হলেন ড. আবু হেনা মোস্তফা কামাল
২২ জুলাই ২০১৯ ১৪:১৫
সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল। ২১ জুলাই এক প্রজ্ঞাপনে ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি কে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি একই মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সচিব পদে পদোন্নতিতে ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক এনডিসি ও মোঃ আব্দুল মান্নান ইলিয়াস উপস্থিত ছিলেন।
ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি চলতি বছরের ২১ জানুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে যোগদান করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৭ম ব্যাচের কর্মকর্তা। ড. আবু হেনা মোস্তফা কামাল পেশাগত জীবনে নানা দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালের শুরুর দিকে তিনি সহকারী সচিব হিসেবে শিল্প মন্ত্রণালয়ে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিল্প মন্ত্রণালয়, স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব, মন্ত্রীর একান্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
সারাবাংলা/পিএম