নারীদের জন্য আলাদা ব্যাংক দাবি রওশন এরশাদের
২৯ জুন ২০১৯ ১৬:৩৩ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১৮:০৬
ঢাকা: দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের আত্মকর্মসংস্থানের জন্য আলাদা করে ব্যাংক গঠন করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
শনিবার (২৯ জুন) দুপুরে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের দিনের কার্যসূচি শুরু হয়।
তিনি বলেন, ‘আমরা প্রতিবছরই মহিলাদের কর্মসংস্থানের কথা বলি। মহিলাদের জন্য আলাদা ব্যাংক করে সারাদেশে ব্রাঞ্চ দিতে হবে। যেন তারা সেখান থেকে অর্থ নিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং অন্যদের স্বাবলম্বী করার সুযোগ পান।’
কালো টাকা সাদা করার সুযোগ প্রসঙ্গে রওশণ এরশাদ বলেন, ‘কালো টাকা সাদা করার সুযোগ দিতে হবে। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া না হলে কালো টাকার মালিকরা দেশে বিনিয়োগ না করে বিদেশে অর্থপাচার করবে।’
বিরোধী দলের নেতা বলেন,কালো টাকা সাদা করার সুযোগ প্রদান বিশ্বের অনেক দেশেই হয়। এই সুযোগ না দিলে কালো টাকার মালিকরা দেশে বিনিয়োগ না করে বিদেশে অর্থ পাচার করবে।
ধানের ন্যায্য মূল্য দিতে কৃষিমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, ‘কৃষকরা যদি ধান না ফলান তাহলে আমরা খাব কি? তাদের তো প্রণোদনা দিতে হবে। আমেরিকা ও ইউরোপের মতো দেশ কৃষকদের প্রণোদনা দেয়। আমাদের এখানেও এমন ব্যবস্থা করতে হবে।’
রাজস্ব আহরণের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে কর আহরণ অফিস করার প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, ‘রাজস্ব আহরণ না হলে বাজেটের ভালো ফল আসবে না। অর্থমন্ত্রী বলেছেন রাজস্ব আহরণের জন্য উপজেলা অফিস করবেন। কিন্তু উপজেলা ভূমি অফিসের কারণে মানুষ তটস্থ। তার ওপরে আবার আয়কর। তাই একটু সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে।’
প্রস্তাবিত বাজেট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘প্রতি বছরেরই এত বড় বড় বাজেট দেন? কেন দেন জানি না। আমার ঘরের বাজেট দেখে বাজেট দিতে পারে। আমাদের স্বপ্ন তো থাকবেই। স্বপ্নটা সীমার মধ্যে রেখেই আমাদের কাজ করতে হবে। আমরা দেশকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করছি। অনেকে কথাই বলে। যাই হোক, ওই কথাগুলো আমি পরবর্তীতে বলব।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দাবি করে বিরোধী দলীয় নেত্রী আরও বলেন, ময়মনসিংহ ডিভিশনের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানান এবং অর্থনৈতিক জোন গড়ে তোলার জন্য সরকারকে বিবেচনা করার আহ্বান জানান।
বাজেট অধিবেশন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিরোধীদলীয় নেত্রী।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া কামনা করেন বিরোধীদলীয় নেত্রী ও তার সহধর্মিনী রওশন এরশাদ।
তিনি বলেন, ‘আপনাদের সবার কাছে আমাদের মাননীয় চেয়ারম্যানের জন্য দোয়া চাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন। উনি যেন সুস্থ হয়ে ওঠেন।
সারাবাংলা/এনআর/একে