Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশে ব্যবসাবান্ধব সহজ পরিবেশ নেই: কানাডা


২৭ জুন ২০১৯ ২২:৩৩ | আপডেট: ২৭ জুন ২০১৯ ২২:৩৮

ঢাকা: বাংলাদেশ অনেক সম্ভাবনাময় দেশ। কিন্তু এ দেশে ব্যবসা করার সহজ পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনেট প্রিফন্টেন।

ঢাকায় কর্মরত কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত ডি-ক্যাব টক অনুষ্ঠানে কানাডার হাইকমিশনার বেনেট প্রিফন্টেন বৃহস্পতিবার (২৭ জুন) এমন মন্তব্য করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টরন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

‘বাংলাদেশের তৈরি পোশাকখাত দুই দেশের বাণিজ্যের মূল স্তম্ভ। গতবছর কানাডা বাংলাদেশ থেকে ১ দশমিক ৫৮ বিলিয়ন কানাডিয়ান ডলারের পোশাকখাতের পণ্য আমদানি করে। যা বাংলাদেশের বাণিজ্য শক্তিশালী এবং কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টিতে কাজ করেছে—’ এমন তথ্য উল্লেখ করে কানাডার হাইকমিশনার বলেন, ‘বৈশ্বিক র‌্যাংকিং অনুযায়ী, বাংলাদেশে ব্যবসাবান্ধব সহজ পরিবেশ নেই। অথচ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের চমৎকার সম্ভাবনা রয়েছে। তাই আমি কানাডার ব্যবসায়ীদের বলেছি যে, বাংলাদেশকে ওভারলুক করা যাবে না।’

‘দুইদেশের সম্পর্ক ধীরে ধীরে সহায়তা থেকে বাণিজ্যে (এইড টু ট্রেড) উন্নীত হয়েছে’, উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘গত ১২ বছরে দুই দেশের মধ্যে নাটকীয়ভাবে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটেছে। গত ২০০৪ সালে যার পরিমাণ ছিল মাত্র সাড়ে ৬০০ মিলিয়ন কানাডিয়ান ডলার। যা ২০১৬ সালে প্রায় আড়াই বিলিয়ন ডলারে উন্নীত হয়। বাংলাদেশ এখনও কানাডার বাজারে কোটামুক্ত পণ্য রফতানির সুযোগ পাচ্ছে। দুইদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী হওয়াতেই গত ৯ মাস কানাডা বাংলাদেশে একজনকে জ্যেষ্ঠ বাণিজ্যিক কমিশনার পদে নিয়োগ দিয়েছে।’

বিজ্ঞাপন

ডি-ক্যাব টক অনুষ্ঠান শেষে কানাডার হাইকমিশনার বেনেট প্রিফন্টেনের সঙ্গে সারাবাংলা’র এই প্রতিবেদক দুই দেশের একাধিক ইস্যুতে আলোচনা করেন। তখন হাইকমিশনার বলেন, ‘ব্যবসা করার জন্য যে সকল উপাদানের (ইউটিলিটি সার্ভিস) প্রয়োজন বাংলাদেশে সেগুলো সহজলভ্য নয়। ব্যবসা করতে গেলে সরকারি যেসব ছাড়পত্র নিতে হয়, সেগুলো সংগ্রহ করতেও অনেক ঝামেলা পোহাতে হয়। বাংলাদেশ সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছে। কানাডা সেসসব অঞ্চলে বিনিয়োগ করবে কিনা তা যাচাই-বাছাই করে দেখছে।’

ডি-ক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কানাডার হাইকমিশনার বেনেট প্রিফন্টেন বলেন, ‘বিএনপিকে কানাডা সরকার কখনোই সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করেনি। কানাডার একটি আদালতে মামলার শুনানিতে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করা হলেও তা কানাডা সরকারের ভাষ্য নয়। কানাডার কাছে সকল দলের গুরুত্ব সমান।’

সারাবাংলা/জেআইএল/একে

কানাডা বাংলাদেশ ব্যবসা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর