সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী আর নেই
২৭ জুন ২০১৯ ১২:৩৭ | আপডেট: ২৭ জুন ২০১৯ ১২:৪২
মানবসেবায় নিজেকে বিলিয়ে দেওয়া ঝর্ণাধারা চৌধুরী চিরবিদায় নিয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঝর্ণাধারা চৌধুরী নোয়াখালীর সোনাইমুড়ীর গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।
আশ্রমের পরিচালক রাহা নব কুমার জানান, ঝর্ণাধারা চৌধুরী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১ জুন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২৮ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঝর্ণাধারা চৌধুরীর কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
গান্ধীবাদী চেতনায় বিশ্বাসী ঝর্ণাধারা চৌধুরী সমাজসেবার জন্য বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন।
সারাবাংলা/এনএইচ