সিলেটের সঙ্গে রেল যোগাযোগও বন্ধ, দুর্ভোগ চরমে
২৪ জুন ২০১৯ ০৪:৪৪ | আপডেট: ২৪ জুন ২০১৯ ০৭:১৬
সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর সেতু ভেঙ্গে যাওয়ার কারণে এই সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। গত ১৮ জুন থেকেই সিলেট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন যাত্রীরা।
রোববার (২৩ জুন) রাতে সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, নিহত ৫, আহত ২৫০
ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত পৌনে ১২ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনার কবলে পড়ে। বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর বেশ কয়েকটি বগি নিচে ছিটকে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, নিহতের সংখ্যা সাত। আর এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী।
বরমচালে এই দুর্ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রাত ৩টা পর্যন্ত উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসেনি। ভেঙ্গে পড়া সেতু মেরামতের ব্যাপরেও কিছু জানা যায়নি। তবে সেতুটি মেরামতে বেশ কয়েকদিন লাগতে পারে বলে জানিয়েছে রেলওয়ের একটি সূত্র।
আর সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন সারাবাংলাকে জানিয়েছেন, সিলেট-ঢাকা মহাসড়ের সরাইলে ভেঙ্গে সেতুটি মেরামতে আরও ১০দিনের মত লাগতে পারে। ফলে দশ দিনের আগে স্বাভাবিক হচ্ছে না সড়ক পথ। ১৮ জুন সড়ক পথ বন্ধের পর থেকেই ট্রেনে ভিড় করছিলেন সিলেটের যাত্রীরা। প্রতিদিনই বাড়তি যাত্রী নিয়ে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল করতো। তবুও টিকিট না পেয়ে হাহাকার লেগেছিলো যাত্রীদের।
সিলেটের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
এই অবস্থায় ট্রেন যোগাযোগও বন্ধ হয়ে পড়লো। ফলে সিলেটের যাত্রীদের দুর্ভোগ এখন আরও বাড়বে। জরুরি প্রয়োজনেও ঢাকায় যাওয়ার জন্য বিমান ছাড়া আর কোনো বিকল্প থাকলো না।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম এবং শমসের নগরের স্টেশন মাস্টার কবির হোসেন সারাবাংলাকে বলেন, বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কবে চালু হবে তা এখনই বলা যাচ্ছে না।
এদিকে, উপবন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া ৬ টি বগি এখনও উদ্ধার করা হয়নি। আর অক্ষত থাকা ১১ টি বগির মধ্যে ৭ টি বগি দুর্ঘটনাস্থল থেকে কুলউড়া স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে। তবে অক্ষত থাকা বাকি চারটি বগি দুর্ঘটনাস্থলেই রয়েছে। ফলে ট্রেনে থাকা যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়েছেন।
সারাবাংলা/ইএইচটি
আহত উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ঢাকা-সিলেট মহাসড়ক নিহত মৌলভীবাজার সিলেট