ছবিতে উপবন এক্সপ্রেস দুর্ঘটনা
২৪ জুন ২০১৯ ০৩:২৬ | আপডেট: ২৪ জুন ২০১৯ ০৯:৩০
সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে। বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর বেশ কয়েকটি বগি নিচে ছিটকে পড়ে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে আরেকটি সূত্র বলছে, নিহতের সংখ্যা সাত। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি যাত্রী। রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রেলওয়ে পুলিশ ও স্থানীয় হাজারো মানুষ। ছবিতে এই মর্মান্তিত দুর্ঘটনা।
ছবি: মামুন হোসেন ও অন্যান্য।
সারাবাংলা/ইএইচটি