Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা সংকট সমাধানে জর্জিয়ার সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী


২৩ জুন ২০১৯ ১৯:৩০

ঢাকা: রোহিঙ্গা সংকট সমাধানে জর্জিয়ার সমর্থন চান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বাংলাদেশে নিযুক্ত জর্জিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত আর্চিল ডিজুলাসভিলি রোববার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে এলে রোহিঙ্গা ইস্যুতে এই সমর্থন চাওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জর্জিয়ার রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্কের একাধিক বিষয়ে আলাপ করেন বলে বার্তায় জানানো হয়।

বার্তায় বলা হয়, জর্জিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিশেষ করে নতুন নতুন একাধিক ক্ষেত্রে দুইদেশের মধ্যে শক্ত সম্পর্ক গড়তে চান পররাষ্ট্রমন্ত্রী।

জর্জিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী দেশটির সঙ্গে ওষুধ শিল্প, পোশাক শিল্প, কৃষি পণ্য, সিরামিক খাতসহ একাধিক খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে আলোকপাত করেন। কৃষিখাতে দুইদেশ আরও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়তে সম্মত হয়েছে।

সারাবাংলা/জেআইএল/একে

জর্জিয়া পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর