Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকা থেকে আসা বিরল প্রজাতির ২৪টি পাখি উদ্ধার


৩০ মে ২০১৯ ২২:১২ | আপডেট: ৩০ মে ২০১৯ ২২:১৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আফ্রিকা থেকে আসা বিরল প্রজাতির ২৪টি পাখি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বৃহস্পতিবার (৩০ মে) রাতে পাখিগুলো উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সারাবাংলাকে তিনি জানান, শুল্ক গোয়েন্দারা বিদেশি সংস্থা থেকে পাওয়া গোপন সংবাদে বিকেলে কাতার থেকে আসা ফ্লাইট আনলোডকালে রামেজিং করা হয়। একপর্যায়ে বিমান কার্গো হোলড থেকে ৮টি পাখির খাঁচা বের করে আনা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এয়ারওয়েবিল অনুযায়ী পাখিগুলো স্মার্ট ইন্টারন্যাশনাল নামে আমদানি করা হলেও সিএন্ডএফ মার্ট ইন্টারন্যাশনালের আমদানিকারক ‘পেট ওয়ার্ল্ড রাজু’র নামে মিথ্যা ঘোষণায় খালাসের অপচেষ্টা করা হয়।’

শুল্ক গোয়েন্দার তৎপরতার ফলে বিরল প্রজাতির পাখি পাচার প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন অধিদফতরের মহাপরিচালক সহিদুল ইসলাম। পরিবেশ অধিদফতরের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসজে/এমও

বিদেশি পাখি বিরল প্রজাতি শাহজালাল বিমানবন্দর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর