Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে গাজীপুর ছাড়া কোথাও যানজট হবে না: ওবায়দুল কাদের


৩০ মে ২০১৯ ১৫:৪৫

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবাব ঈদযাত্রায় গাজীপুরের কিছু অংশ ছাড়া সারা দেশের কোথাও যানজট হবে না।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে তেজগাঁওয়ে সড়ক ভবনে ঈদ প্রস্তুতি নিয়ে প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে সেতুমন্ত্রী এ কথা বলেন।

প্রকৌশলীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে ঘরে ফেরা মানুষের চলাচলে স্বস্তি দিতে প্রয়োজনে রাত জেগে রাস্তায় থাকতে হবে। ঈদের সময় কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। ঈদ বাসায় করে তারপর রাস্তায় থাকতে হবে।’

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘তারা একদিকে সরকারকে মানে না, অন্যদিকে পার্লামেন্টে যোগ দিয়েছে। এমনকি সংরক্ষিত মহিলা আসনেও তাদের সংসদ সদস্য শপথ নিয়েছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি কীভাবে হবে এটি আইনি প্রক্রিয়া। এখন বিএনপি তাকে মুক্ত করার শপথ নিতেই পারে।’ তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি অপরাজনীতি করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

সারাবাংলা/এসএ/একে

ঈদযাত্রা ওবায়দুল কাদের গাজীপুর

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর