Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমিকদের বোনাস ৩০ মে’র মধ্যে, বেতন ২ জুন


২৩ মে ২০১৯ ১৮:০০ | আপডেট: ২৩ মে ২০১৯ ১৮:৩১

ফাইল ছবি

ঢাকা: চলতি মাসের ৩০ তারিখের মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ সব শ্রমিকদের উৎসব ভাতা (বোনাস) আর ২ জুনের মধ্যে বেতন পরিশোধের আহ্বান জানিয়েছে শ্রম মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি।

বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির ৪২তম বৈঠকে দেশের গার্মেন্টসসহ সকল শিল্প প্রতিষ্ঠানের মালিকদের প্রতি এ আহ্বান জানানো হয়।

সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব উম্মে হাসনা, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি রুবানা হক, মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানায়, কোর কমিটির সভাপতি শ্রম প্রতিমন্ত্রী দেশের গার্মেন্টস শ্রমিকসহ সকল শ্রমিকদের ৩০ মে’র মধ্যে উৎসব ভাতা (বোনাস) এবং আগামী ২ জুনের মধ্যে বেতন প্রদানের আহ্বান জানান।

একইসঙ্গে বৈঠকে সড়ক-মহাসড়ক এবং রেল ও নৌপথের যানজট এড়াতে শ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়।

সারাবাংলা/এইচএ/এএইচএইচ/একে

ঈদ বোনাস পোশাক শ্রমিক বেতন-ভাতা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর