Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সুনজরে রূপগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে: দস্তগীর গাজী


২০ মে ২০১৯ ২২:০৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। প্রধানমন্ত্রীর সুনজর থাকায় রূপগঞ্জেও একের পর এক অনেক উন্নয়ন হয়েছে।’

সোমবার (২০ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপ‌জেলায় মুড়াপাড়া সরকারি ক‌লেজে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী এ সব কথা বলেন। এই ইফতার মাহফিলে মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নিজ এলাকার উন্নয়ন প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শীতলক্ষায় সেতু নির্মাণ করা হ‌য়ে‌ছে। মুড়াপাড়া ক‌লেজ ও পাইলট হাইস্কুল সরকারিকরণ হয়েছে। রূপগঞ্জের এমন কোনো সড়ক নেই যে সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপ‌তি রফিকুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব্য রাখেন রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলা, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীমুদ্দিন মিয়া, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান মুন্সী ও আজম আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ মাসুমসহ অনেকে।

সারাবাংলা/একে

গাজী দস্তগীর বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর