Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়ে ক্ষতিগ্রস্ত ইউএস-বাংলার উড়োজাহাজ


১৮ মে ২০১৯ ০০:১৬

ইউএস-বাংলার ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

ঢাকা: ঝড়ের কবলে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।

তিনি জানান, শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ইউএস-বাংলার বিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা থেকে চীনের গুয়াংজুগামী একটি ফ্লাইট (বিএস-৩২৫) বাতিল করা হয়েছে।

কামরুল ইসলাম জানান, ‘উড়োজাহাজটি র‌্যাম্পে পার্কিং করা ছিল। ঝড়ের সময় একটি প্লেট উড়ে গিয়ে ইউএস-বাংলার ওই উড়োজাহাজটিতে আঘাত হানে। এতে ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সারাবাংলা/একে

ইউএস-বাংলা ঝড় বিমান বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর