Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওআইসির আমন্ত্রণপত্র নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সৌদি দূত


১৬ মে ২০১৯ ১৫:৩৪ | আপডেট: ১৬ মে ২০১৯ ১৮:৩২

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমির ওমর সালেম ওমর। সৌজন্য সাক্ষাতে তিনি প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) আমন্ত্রণপত্র তুলে দেন।বৃহস্পতিবার (১৬ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। ওই সামিটে যোগ দিতে জাপান থেকে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলিম বিশ্বের সংহতি কামনা করে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য রাখবেন। এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সামিট শেষে একটি ইশতেহার প্রকাশ করা হবে। ওই ইশতেহারে রোহিঙ্গা ইস্যুটি যেন জোরালোভাবে আসে তার জন্য আলোচনা করবে বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ পালন করবেন। সৌদি আরব সফরের পর ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, আগামী ২৮ মে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান, সৌদি আরব ও অন্য একটি দেশ সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান নিকেই প্রতিবছরের মতো এবারও টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ।

নিকেইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ৩০ মে সকালে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। একইদিন ওই অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও বক্তব্য রাখবেন।

বিজ্ঞাপন

জাপান বাংলাদেশকে ৪০তম ওডিএ প্যাকেজের আওতায় অর্থ সহায়তা দেবে। এই অর্থ মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যয় করা হবে। এছাড়া ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।

আগামী ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে এই বিষয়ে চুক্তি সই হতে পারে।

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাতের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সম্মেলনে তার উপস্থিতির বিষয়ে রাষ্ট্রদূতকে আশ্বস্থ করেছেন।

সৌদি দূত প্রধানমন্ত্রীকে বলেন, সৌদি বাদশাহ তাকে আন্তরিকতার সঙ্গে ওআইসি সম্মেলনে যোগদানের আমন্ত্রণ এবং একইসঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

এ সময় প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানোর জন্য সৌদি বাদশাহের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

বৈঠকে বাংলাদেশ এবং সৌদি আরবের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের সঙ্গে এখন বাংলাদেশের একটি বিশেষ সম্পর্ক বজায় রয়েছে। সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে আমরা বিশেষ মূল্য দিয়ে থাকি।’

উত্তরে ভারপ্রাপ্ত সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘তার দেশও বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে মূল্য দেয়।’

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান উপস্থিত ছিলেন।

এই পবিত্র মাহে রমজানের শেষ নাগাদ মক্কা নগরীতে ১৪তম ওআইসি সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সদস্যপদ স্থগিত করার কারণে সিরিয়া ছাড়া ৫৭টি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এ সম্মেলনে অংশ নেবেন।

এর আগে ২০১৬ সালে ১৩ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে ৫০ দেশ অংশ নেয়।

ওআইসি হচ্ছে জাতিসংঘের পরেই সর্ববৃহৎ আন্তর্জাতিক সরকারি সংস্থা। এটি মুসলিম বিশ্বকে প্রতিনিধিত্ব করে এবং তাদের স্বার্থরক্ষা করে চলে।

সারাবাংলা/এনআর/একে

ওআইসি প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর