Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


৪ মে ২০১৯ ২১:৪২ | আপডেট: ৪ মে ২০১৯ ২২:১১

ঢাকা: ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দিয়েছেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ মে) সন্ধ্যায় আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে ফোন করে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক সারাবাংলাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফণীর আঘাতে উপকূলীয় এলাকার ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজ-খবর নেন। ফণীর আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

আরও পড়ুন: বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রীর শুকরিয়া

প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্গত এলাকায় কেউ যেন অনাহারে না থাকে। যেসব এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে প্রয়োজনে সেনাবাহিনী, বিমানবাহিনীসহ সরকারি বিভাগীয় সংস্থাকে কাজে লাগিয়ে উদ্ধার তৎপরতা চালাতে হবে।’ এ সময় তিনি সরকারের পাশাপাশি দলীয়ভাবে নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে ত্রাণ নিয়ে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’

এ সময় কেন্দ্রীয় নেতাদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীকে জানানো হয়, প্রশাসনের পাশাপাশি দলীয়ভাবে ফণীর ক্ষয়ক্ষতি মনিটরিং করা হচ্ছে। আশঙ্কা অনুযায়ী ক্ষয়ক্ষতি না হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/একে

আরও পড়ুন

উপকূলে ফণীর প্রভাব: ঝড়-বৃষ্টি শুরু
ফণী নিয়ে যা জানাচ্ছে সাইক্লোন.কম
ফণীতে সতর্ক দেশের বিমানবন্দরগুলো
উপকূলীয় ৯ জেলায় ৭ নম্বর বিপদ সংকেত
ফণী: পিরোজপুরের নদীগুলোতে পানি বাড়ছে
ফণীর প্রভাবে যাত্রীশূন্য সদরঘাট লঞ্চ টার্মিনাল
ফণীর প্রভাবে দুই ফুট বেড়েছে পশুর নদীর পানি
‘ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি আছে’
শক্তি সঞ্চয় করছে ফণী, উপকূলের ১৯ জেলায় প্রস্তুতি
ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় বোরো ধান কেটে ফেলার পরামর্শ
ঘূর্ণিঝড় ফণী: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
ফণী মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের ১২ পদক্ষেপ, হটলাইন চালু

ঘূর্ণিঝড় ফণী প্রধানমন্ত্রী ফণী শেখ হাসিনা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর