Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএস কর্মী শামীমা বাংলাদেশের নাগরিক নন: পররাষ্ট্রমন্ত্রী


৩ মে ২০১৯ ১৮:২৬

শামীমা বেগম

ঢাকা: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএসআইএস) যোগ দেওয়া শামীমা বেগম জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিক নন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

যুক্তরাজ্যের একটি গণমাধ্যম আইটিভিকে গত ২ মে এমন কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যুক্তরাজ্য সফরে রয়েছেন।

আইটিভির প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘আইএসআইএস-এ যোগ দেওয়া শামীমা বেগম বাংলাদেশের যৌথ নাগরিকত্বের জন্য কখনোই আবেদন করেননি। তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার প্রশ্নই আসে না।’

‘তাকে (শামীমা) নিয়ে আমরা মোটেও চিন্তিত নই’ বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে, শামীমা বেগমকে ভুলভাবে বাংলাদেশ ও ব্রিটেনের যৌথ নাগরিক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সরকার দৃঢ়ভাবে বলতে চায়, শামীমা বাংলাদেশের নাগরিক নন, জন্মসূত্রে ব্রিটেনের নাগরিক। বাংলাদেশের যৌথ নাগরিকত্বের জন্য তিনি কখনোই আবেদন করেননি।’

ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘অভিভাবকের দিক থেকে যোগসূত্র থাকলেও শামীমা কখনোই বাংলাদেশে আসেননি। তাই তাকে বাংলাদেশে ঢুকতে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রসঙ্গত, ১৯ বছর বয়সী শামীমা বেগমের বয়স যখন ১৫ ছিল, তখন তিনি তার দুই বান্ধবীর সঙ্গে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে আইএসে যোগ দেন। গত মধ্য ফেব্রুয়ারিতে শামীমা বেগম সিরিয়ার একটি শরণার্থী শিবির থেকে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে বাড়ি ফেরার আকুতি জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/একে

আরও পড়ুন

আইএস কর্মী শামীমাকে বাংলাদেশে পাঠাতে পারে ব্রিটেন

আইএস ইসলামিক স্টেট বাংলাদেশের নাগরিক ব্রিটিশ নাগরিক শামিমা বেগম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর