বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চেয়েছে ঢাকা
২ মে ২০১৯ ২১:৪৩ | আপডেট: ২ মে ২০১৯ ২১:৪৭
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আবারও ফেরত চেয়েছে ঢাকা। ঢাকা-ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত সপ্তম নিরাপত্তা সংলাপে খুনি রাশেদ চৌধুরীকে ফেরত চাওয়া হয়।
সপ্তম নিরাপত্তা সংলাপ বৃহস্পতিবার (২ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় অনুষ্ঠিত হয়। সংলাপ শেষে রাতে এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানান।
বার্তায় জানানো হয়, নিরাপত্তা সংলাপে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমন, আঞ্চলিক সহযোগিতা, সমুদ্র নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে গত ২০১৭ সালের অক্টোবরে ওয়াশিংটনে ঢাকা-ওয়াশিংটন ষষ্ঠ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়। ২০১২ সাল থেকে দুইদেশের মধ্যে নিয়মিতভাবে নিরাপত্তা ইস্যুতে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
সারাবাংলা/জেআইএল/একে