Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের বিদায়ী এমডিসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


২ মে ২০১৯ ২০:১৯ | আপডেট: ২ মে ২০১৯ ২১:৩৩

ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মুনীম মোসাদ্দিক আহম্মেদসহ ১০ জনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ মে) অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশের বিশেষ শাখায় চিঠি পাঠিয়েছেন। এছাড়া ইমিগ্রেশনের বিশেষ পুলিশ সুপার এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ওসিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মুনীম মোসাদ্দিক আহম্মেদ ছাড়া দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা পাওয়া অন্যরা হলেন বিমানের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার জি এম জাকির হোসেন, মো. মিজানুর রহমান ও এ কে এম মাসুম বিল্লাহ, জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার মো. মশিকুর রহমান, কমার্শিয়াল সুপারভাইজার মো. রফিকুল আলম ও গোলাম কায়সার আহমেদ, কমার্শিয়াল অফিসার মো. জাওয়েদ তারিক খান ও মাহফুজুল করিম সিদ্দিকী, জুনিয়র কমার্শিয়াল অফিসার মারুফ মেহেদী হাসান।

ওই দশজনের বিরুদ্ধে অভিযোগ তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ‘ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে ক্যাডেট পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

নানা অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার (৩০ এপ্রিল) বিমান পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে মোসাদ্দিক আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

সারাবাংলা/জেএ/একে

দেশত্যাগ নিষেধাজ্ঞা বিমান বিমান বাংলাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর