Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালিবাগ কাঁচাবাজারে অগুন, ফায়ার সার্ভিসের ৪ সদস্যের তদন্ত কমিটি


১৮ এপ্রিল ২০১৯ ২৩:৫৮

ঢাকা: রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে ফায়ার সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা মোঃ কামরুল হাসান সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেন।

চার সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে আছেন ফায়ার সদর দফতরের সহকারী পরিচালক ছালেহ উদ্দিন ও সদস্য সচিব উপ-সহকারী পরিচালক নজমুজ্জামান। কমিটির বাকি দুই সদস্য হলেন খিলগাঁও ফায়ার স্টেশনের জৈষ্ঠ কর্মকর্তা আলী আজম ও ফায়ার হাউজের পরিদর্শক তরিকুল ইসলাম।

কমিটি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করবে বলে জানিয়েছেন ফায়ার সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান।

এর আগে, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টার চেষ্টায় সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের এ ঘটনায় অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির।

সারাবাংলা/এসএইচ/ইএইচটি

তদন্ত কমিটি ফায়ার সার্ভিস মালিবাগ কাঁচাবাজারে আগুন