রায় বাস্তবায়ন প্রয়োজন, বিজিএমইএ ভবন প্রসঙ্গে প্রধানমন্ত্রী
৩ এপ্রিল ২০১৯ ১৬:২১ | আপডেট: ৩ এপ্রিল ২০১৯ ১৮:১৮
ঢাকা: রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবন অপসারণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আদালতের রায় বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। বিজিএমএইএ’র নতুন কমপ্লেক্স নির্মাণ হলে সেখান থেকে যেন চলে আসা যায় বিষয়টিতে সচেষ্ট থাকতে হবে।’
গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিএমএ’র নতুন দফতর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বুধবার (৩ এপ্রিল) এ কথা বলেন।
হাতিরঝিলে তাকাতে গেলে বিজিএমইএ ভবন একটি বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘হাতিরঝিলকে চমৎকারভাবে উন্নয়ন করেছি। ঢাকা শহরের যে রাস্তা ছিল বেশিরভাগই ছিল উত্তর-দক্ষিণমুখি রাস্তা। পূর্ব-পশ্চিমমুখি রাস্তা ছিলই না। সেই জায়গাটা যাতে সুন্দর হয় পাশাপাশি এ জলাধারকে যেন ধরে রেখে দৃষ্টিনন্দন করা যায় সেটা করতে গিয়ে অনেক মামলা মোকাবিলা করতে হয়েছে। সেই জায়গা থেকে এই ভবনটা সত্যি কথা বলতে কী- তাকাতে গেলে এই বিল্ডিংটা একটা বাধার মতো মনে হয়।’
পোশাক শিল্প মালিকদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওই (হাতিরঝিলের বিজিএমইএ ভবন) জায়গাটা আমাদের দেওয়া। বারবার বলেছিলাম, ভবনটা খালের ওপর যেন না যায়। সোনারগাঁও হোটেলের সঙ্গে সমন্বয় করে করতে বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমরা যখন পরবর্তীতে ক্ষমতায় এলাম তখন দেখলাম খালের ওপর করা হয়েছে। শুধু তাই নয়, সেখানে ব্রিজ দিয়ে ভবনটিতে যেতে হচ্ছে। আমাদের এমনিতেই জলাধরের সমস্যা।’
‘কোর্টের নির্দেশনা অনুযায়ী ভবনটা ভেঙে ফেলতে হবে। বিশাল একটা জায়গা দিয়েছি। সেখানে ভবন হচ্ছে। এই কাজটা যে হচ্ছে তা ইতিবাচক। কিন্তু তারা ভবনের জন্য জায়গা কিনতে চাননি। আমরা দিয়েছি। যেহেতু কোর্টের রায় সেটা কার্যকর করতে হবে। যদি চলে আসা যায় কোর্টের রায় মানা হবে। নতুন ভবন উদ্বোধন করে দিয়েছি। ৬ তলা পর্যন্ত কাজ শেষ হয়েছে। এই কাজ চলতে থাকবে’ বলেন শেখ হাসিনা।
নতুন পণ্যের নতুন বাজার খুঁজতে রাষ্ট্রদূতদের নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানের কূটনীতি কিন্তু অর্থনৈতিক কূটনীতি৷ প্রতিটি দূতাবাসকে নির্দেশনা দেওয়া আছে। প্রতিটি রাষ্ট্রদূতকে ঢাকায় ঢেকে দীর্ঘ মিটিং করেছি, কোন দেশে বাংলাদেশের কোন কোন পণ্যের বাজার রয়েছে তা খুঁজে বের করতে বলা হয়েছে।’
শেখ হাসিনা আরও বলেন, ‘গত ১০ বছরে পোশাকখাতের শ্রমিকের নূন্যতম মজুরি ১৬০০ টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করেছি। মালিকদের জন্য উৎস কর ছাড় দিয়েছি। বাজেটে কর বসাতে পারি না, কিন্তু কমাতে পারি।’
শ্রমিকদের বেতন-ভাতা বাড়াতে সাহায্য করায় বিজিএমইএকে এ সময় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘কোর্টের রায় অনুযায়ী ১২ এপ্রিল আমাদের সময় শেষ হয়ে যাবে। ১২ তারিখ থেকেই আমরা নতুন ভবনে স্থানান্তরিত হবো। অনেকেই অনেক কথা বলছেন। মান-সম্মান বাঁচাতে আমরা এখানে চলে এসেছি। আমাদের আর কেউ কোনদিন কিছু বলতে পারবে না। অনেকেই বলেন, আমরা অন্যায়ভাবে ওখানে ছিলাম। কিন্তু আমি বারবারই বলি আমরা অন্যায়ভাবে ওখানে ছিলাম না।’
তিনি বলেন, ‘৮৪ শতাংশ বৈদেশি আয় এ খাত থেকে আসে। এ খাতে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে এক কোটি লোক জড়িত।’
গণভবনে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
উত্তরার নতুন ভবনে এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, প্রথম সহ সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু, সহ সভাপতি এম এম মান্না কচি, সহ সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির, বিইউএফটির ভাইস চ্যান্সেলর মোজাফফর ইউ সিদ্দিকী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকসহ সংগঠনটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর হাতিরঝিলের বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে হাইকোর্টের রায় রয়েছে। তবে ওই ভবন টিকিয়ে রাখতে বিজিএমইএ নেতারা বহু চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। দীর্ঘ আট বছর মামলা লড়ে পরাজিত হন তারা৷ ভবনটি সরাতে একাধিকবার সময় নেয় বিজিএমইএ। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ৫০ শতাংশ কমমূল্যে উত্তরার ১৭ নং সেক্টরে ১১০ কাঠা জমির উপর ১৩ তলা এই ভবন নির্মিত হচ্ছে।
২০১৭ সালে নতুন এই ভবন নির্মাণের কাজ শুরু হয়। এখন পর্যন্ত ৬ তলার নির্মাণ কাজ শেষ হওয়া ভবনটির পুরো কাজ শেষ হতে পারে ২০২০ সালের জুনে। তবে কয়েকটি তলার নির্মাণ কাজ শেষ হওয়ায় ও হাইকোর্টের নির্দেশের বাধ্যবাধকতায় চলতি মাসেই বিজিএমইএর প্রধান কার্যালয় উত্তরায় স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ নেতারা।
সারাবাংলা/ইএইচটি/একে