Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে বেগুন দিয়ে কালাই রুটি খেলেন মার্কিন রাষ্ট্রদূত


২৯ মার্চ ২০১৯ ১৯:২৮

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার রাজশাহী সফরে গিয়ে রস কদম, কমলা ভোগ এবং পেড়া সন্দেশের জন্য একটি স্থানীয় মিষ্টির দোকানে যান। এই সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেগুন দিয়ে কালাই রুটি খান। পদ্মা নদীর তীরের টি বাঁধ হেটে ভ্রমণ করেন। এ ছাড়া পুঠিয়া প্রাসাদ ও রাজশাহী কলেজসহ কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন রাষ্ট্রদূত।

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার (২৯ মার্চ) এক বার্তায় এই তথ্য জানিয়েছে। রাষ্ট্রদূত আর্ল আর মিলার গত ২৭ থেকে ২৯ মার্চ রাজশাহী সফর করেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মিলারের রাজশাহী সফরের লক্ষ্য সম্পর্কে বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, অর্থনৈতিক সম্পৃক্ততা এবং আইন প্রয়োগ সংক্রান্ত সহযোগিতার বিষয় এগিয়ে নেওয়াই ছিল তার এ সফরের লক্ষ্য।

রাষ্ট্রদূত মিলার বাংলাদেশের স্বাধীনতা দিবসের পরদিন রাজশাহীতে পৌঁছান। রাষ্ট্রদূতকে সেখানে স্বাগত জানান রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মিলার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

বার্তায় আরও বলা হয়, রাষ্ট্রদূত মিলার এ সফরের সময় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন আমেরিকান সেন্টারের উদ্বোধন করেন। এ ছাড়া তিনি বরেন্দ্র গবেষণা জাদুঘরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত সাংস্কৃতিক সংরক্ষণ কর্মকাণ্ড দেখেন এবং ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত চলচ্চিত্রও দেখেন। সহিষ্ণুতা, অহিংসা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণকে অনুপ্রাণিত করতেই এসব চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রদূত মিলার পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে পরিচালিত ইংলিশ অ্যাকসেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রামে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন। ইংরেজি ভাষা ও নেতৃত্বের দক্ষতা সংক্রান্ত দুই বছরব্যাপী এই কর্মসূচিতে ১৩ থেকে ১৭ বছর বয়সী বাংলাদেশিরা অংশ নেয়।

স্থাপত্য ও প্রদর্শনী বিষয়ক সংস্কার এবং সংরক্ষণের কিছু কাজ দেখতে রাষ্ট্রদূত মিলার রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। এ কাজের জন্য যুক্তরাষ্ট্র ‘ইউএস অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’ তহবিলের আওতায় মোট এক লাখ ৯৩ হাজার ডলারের (১ কোটি ৬২ লক্ষ ১২ হাজার টাকা) তিনটি মঞ্জুরি সহায়তা দিয়েছে।

রাষ্ট্রদূত মিলার রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শনেও যান। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আইন–প্রয়োগকারী সংস্থার সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মসূচির অগ্রগতি দেখেন। এতে ১৩ হাজার ৭৭০ জন কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়। রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের তৈরি নতুন প্রশিক্ষণ কৌশল অনুযায়ী প্রথম কোনো বাংলাদেশি প্রশিক্ষকের নেতৃত্বে পরিচালিত একটি জরুরি ফার্স্ট এইড কোর্স দেখেন।

সারাবাংলা/জেআইএল/একে

মার্কিন রাষ্ট্রদূত মিলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর