Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রচার গণমাধ্যমের সংকট ও উত্তরণ বিষয়ে গোলটেবিল শনিবার


২৯ মার্চ ২০১৯ ১৮:১৩ | আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১৮:১৯

ঢাকা: দেশে সম্প্রচার গণমাধ্যমের সংকট এবং উত্তরণের পথ নিয়ে রাজধানীতে গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা কনফারেন্স রুমে শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার আয়োজন করেছে সম্প্রচার সাংবাদিক কেন্দ্র।

গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, চ্যানেল২৪ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন জিটিভি’র প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।

এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বার্তা প্রধান, বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানের মালিকসহ গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সারাবাংলা/একে

গোলটেবিল সম্প্রচার গণমাধ্যম সৈয়দ ইশতিয়াক রেজা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর